ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক আরও গতিশীল হওয়ার আশাবাদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:০০ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে এবং আরও গতিশীল হবে।

এরইমধ্যে নতুন সরকারকে স্বাগত জানিয়েছে নিকট প্রতিবেশী ভারত। তা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে পাশে থাকবে নয়াদিল্লি। মন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাচ্ছি প্রথম দ্বিপাক্ষিক সফর ভারত হবে।

ভারতের সঙ্গে তিস্তা ইস্যু ও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধসহ অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে আঞ্চলিক যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে আরও নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

এছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় ভারতকে পাশে চায় বাংলাদেশ। পাশাপাশি বেশ কিছু উন্নয়ন প্রকল্পে দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসআরপি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মাদক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

মোটরযানে হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে বিআরটিএর হুঁশিয়ারি

সুষম অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচন সংক্রান্ত সহায়তা দিবে ৯৯৯

দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩য় শ্রেণি সরকারি কর্মচারীদের

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :