পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও ভোটকেন্দ্র দখলসহ তিন মামলার পলাতক আসামি পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল ওরফে মারো সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার কোমরপুর বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুস সামাদ মণ্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মণ্ডলের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, আব্দুস সামাদ মণ্ডলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন