শ্রীপুরে দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:০৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ফার্নিচার ও ক্রোকারিজের দোকানের তালা কেটে কয়েক লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে আজিজ কেমিক্যাল কারখানার সামনে এ ঘটনা ঘটেছে।

লুট হওয়া দোকানের নাম সূর্যোদয় ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৬ জানুয়ারি রাত ৩টা ৫৪ মিনিটে একটি মাহিন্দ্রা পিকআপ গাড়িযোগে দোকানে এসে তালা কেটে মালামাল চুরি করেন। এ সময় ৪ জন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে।

দোকানের মালিক টেপিরবাড়ি এলাকার হাসান আলীর ছেলে মো. রাসেল মাহমুদ। তিনি চুরি হওয়া মালামালের বর্ণনা দিয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

বলেন, ভোর ৬টার সময় ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি দোকানের শাটার শাটার কাটা পড়ে আছে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, চুরির বিষয়টি তিনি জানেন না।

তিনি আরও বলেন, খোঁজ নিয়ে দেখবেন, অভিযোগ হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা