পাবনায় অনলাইন জুয়ায় হেরে ৪ বছরের শিশুকে অপহরণ, টাকা না পেয়ে হত্যা

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৪
অ- অ+
চার বছরের শিশু সালমান।

পাবনার সাঁথিয়ার আতাইকুলা থানার আলোকচর গ্রামে সাড়ে চার বছরের শিশু অপহরণের দুদিন পর চাচার ঘরের ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর চাচা, চাচি ও চাচাতো ভাইকে হত্যার অপরাধে আটক করা হয়েছে। ঘটনার পর থমথমে পরিবেশ বিরাজ করছে গ্রামবাসীর মনে৷

মঙ্গলবার রাত ১০টায় লাশ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- আনোয়ার হোসেন শাহাদত (৪৮), স্ত্রী ফাহিমা (৪০) ও ছেলে ফয়সাল (২৩)।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলোকচর গ্রামের আবু হাসেমের ছেলে সালমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এরই মাঝে সকাল ১০টায় সালমানের চাচা সাদ্দামের মোবাইলের টেলিগ্রাম অ্যাপে দশ লাখ টাকা নিয়ে পাশের গ্রামের আতাইকুলা সুজানগর রাস্তার হিজলতলা নামক স্থানে টাকা রেখে সালমানকে আনতে মেসেজ দেওয়া হয়। এ মেসেজ পেয়ে সালমানের পিতা আবু হাসেম আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আতাইকুলা থানায় মামলা হয়।

আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত সালমানের চাচাতো ভাই ফয়সালকে মঙ্গলবার বিকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাতে ফয়সাল শিশুটিকে হত্যা করেছে বলে স্বীকার করে। তাকে নিয়ে রাত ১০টার দিকে তার ঘরের ট্যাঙ্কের ভেতর থেকে শ্বাসরোধে হত্যা করা লাশ উদ্ধার করা হয়। এ সময় ফয়সালের বাবা ও মা দুজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, অনলাইনে জুয়ায় হেরে সালমানকে অপহরণ করে মুক্তিপণ দাবির কথা জানায় ফয়সাল। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল ও আটককৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু
পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড
পুশ ইনের ঘটনায় মৌলভীবাজার সীমান্তে বাড়তি নজরদারি, চেকপোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা