বোয়ালমারীতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চন্দনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্যার ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনী গ্রামে মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদককারবারি মোশাররফ হোসেনের রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মো. শেখ সাদিক বলেন, মোশাররফ ও তার স্ত্রী পেশাদার মাদককারবারি। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)

মন্তব্য করুন