নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে মো. রাসেল মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাজীরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
নিহত রাসেল মিয়া ওই এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা এবং পুলিশ বলছেন, নিহত রাসেল মিয়া মাদকসেবী ছিলেন রাতে নিজ ঘরে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষ দাফন হয়েছে। তিনি মাদক সেবন করত বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন