বদলে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেখ শাহরিয়ার হোসেন, জবি
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৭| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৪
অ- অ+

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার আঠারো বছর পেরিয়ে ঊনিশে পদার্পণ করলেও এখনও নানা সংকটে জরাজীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আবাসিক সংকটসহ নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও উচ্চশিক্ষা, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এবার উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নেতৃত্বে নানা সংকট নিরসন করে বদলে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এতোদিন ছিল স্বপ্নের মতো। ক্যাম্পাসে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ উপাচার্য হিসেবে অধ্যাপক ড. সাদেকা হালিম নিয়োগ পাওয়ার পরপরই ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। ক্যাম্পাস ফিরে পেয়েছে সুন্দর পরিবেশ। আগে যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা গেলেও এখন বদলে গেছে সেই চিত্র। ছোট এই ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগে যেটি ছিল শিক্ষার্থীদের জন্য এক আতঙ্কের নাম। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝেও।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ভোগান্তির নাম ছিল ওয়াশরুম ও কমনরুমের সংকট। এবার তা নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সমস্যাগুলো তালিকা করে উপযুক্ত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন উপাচার্য। নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে দ্রুত সময়ে ভেন্ডিং মেশিন স্থাপনে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য আরেকটি ভোগান্তির নাম ছিল বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টার। শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, আসবাবপত্র সংকট, জায়গা সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ডে কেয়ার সেন্টারটি। সম্প্রতি এটি পরিদর্শন করে ভালো জায়গায় স্থানান্তর করে আধুনিক সুবিধা সম্পন্ন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন উপাচার্য। দ্রুতই এর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এতে শিক্ষক-কর্মকর্তারা নিশ্চিন্তে তাদের সন্তানদের ডে কেয়ার সেন্টারে রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে, দীর্ঘদিন থেকে সিন্ডিকেট সভা আটকে থাকায় গতিশীলতা ছিল না বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে। উপাচার্য হিসেবে নিযুক্তির পরই দ্রুত সময়ে সিন্ডিকেট সভার আয়োজন করেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ হয়। গতিশীলতা আসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজে দ্রুত অগ্রগতির জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দ্রুত সময়ে কাজ শেষ করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। দ্রুতই শিক্ষামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে নতুন ক্যাম্পাস প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আমাদের নানা সংকট রয়েছে। সেগুলো হুট করেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। ধীরে ধীরে শিক্ষার্থীদের জন্য একটি ভালো শিক্ষার পরিবেশ তৈরি করতে পারলে বিশ্ববিদ্যালয় উন্নতির দিকে যাবে।

তিনি আরো বলেন, ডে কেয়ার সেন্টারটি শিশুদের থাকার মতো নয়। আমি পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি ভালো একটি জায়গায় স্থানান্তরের জন্য। যাতে একটি ভালো পরিবেশে শিশুরা থাকতে পারে। তাদের মানসিক বিকাশ ঘটে। তাহলে শিক্ষক, স্টাফ, শিক্ষার্থীরা তাদের শিশু সন্তানদের ডে কেয়ার সেন্টারে নিশ্চিন্তে রাখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জন্য মনোযোগ দিয়ে কাজও করতে পারবেন।

উপাচার্য আরো বলেন, আমি অল্প কিছুদিন আগে যোগ দিয়েছি। ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে শিক্ষার্থীদের সকল সংকট নিরসনে কাজ করতে হবে। যাতে তারা একটি সুন্দর পরিবেশ পায়। নতুন ক্যাম্পাসের ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছি। যত দ্রুত নতুন ক্যাম্পাস প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া যায় সেজন্য নতুন মন্ত্রীর সঙ্গে কথা বলে সেটি এগিয়ে নেওয়া চেষ্টা করবো।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএসএইচ/বিবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা