জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ মাদককারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৩২| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫১
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মনির হোসেন পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মনির হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। মাদককারবারি মনির নিজ ঘরের ভেতরে মাদক ও অস্ত্র রেখেছেন। এমন গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিলিসহ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা