ফেনীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। গরিব-দুঃখী মানুষ। তাদের দুর্ভোগ লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
শীতার্ত মানুষের মাঝে দাঁড়াতে বুধবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর আশ্রয়ণ এলাকায় উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবীর, প্রকল্প কর্মকর্তা আফতাবুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম জানান, আশ্রয়ণে বসবাসরত ৬৮ পরিবার ও ইমাম-মুয়াজ্জিনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের মাধ্যমে কম্বল পেয়ে আশ্রয়ণবাসীরা উপকৃত হয়েছে বলে জানিয়েছেন আশ্রয়ণ সভাপতি আমির হোসেন।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন