কাহারোলে মতবিনিময় করলেন নবনির্বাচিত এমপি জাকারিয়া

দিনাজপুরের কাহারোলে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. জাকারিয়া জাকার।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাম্মৎ মৌসুমি আক্তার, ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ সাদরাতুন মুমতাহিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহাবুবুর রহমান, দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি আরমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন