গণমাধ্যমের কাছে যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করেন ফরিদপুরের পুলিশ সুপার

গণমাধ্যমের কাছে যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করেছেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোর্শেদ আলম।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা করেন।
পুলিশ সুপার বলেন, যেকোনো ঘটনায় সত্য ও গঠনমূলক সংবাদ চাই। যেখানে প্রান্তিক মানুষের সমস্যা বা আইনি সহায়তা না পাওয়ার কথা থাকবে। যা জেনে জেলা পুলিশ সমস্যাগ্রস্ত ওই মানুষের কাছে গিয়ে আইনি সহায়তা দিতে পারবে।
তিনি বলেন, আমি যতদিন ফরিদপুরে থাকবো এ জেলার কোনো মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবে না। হতে দেব না। আমি আপনাদের সকলকে নিয়ে সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো সমাজকে মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত করতে।
নবাগত পুলিশ সুপার সকলের সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়তে চান।
সমাজের অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে উল্লেখ করে নবাগত এ পুলিশ সুপার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালোভাবে বসবাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ও ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন