ঘাটাইলে তেলের লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:২৮

টাঙ্গাইলের ঘাটাইলে তেলেরলড়ী ও মাহেন্দার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার সময় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পোড়াবাড়ি ফাজিল মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একজন হলেন ধনবাড়ি উপজেলার নিজবর্ণি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের জোবেদ আলীর ছেলে জহিরুল, পাকুল্লার বারেকের ছেলে সেলিম (২০), ঘাটাইল উপজেলার চেরাভাঙ্গা গ্রামের ওমর ফারুক, মধুপুর উপজেলার হ্রাস নই গ্রামের খোকা (৫০), গোপালপুর উপজেলার বন্দমাহমুদপুর গ্রামের তুলা মিয়ার ছেলে বিল্লাল (২৫), পাকুটিয়া ঝুনকাইল গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জামিল আহমেদ, পাকুটিয়ার শ্রাবন্ত প্রীতি (৩৫) ও প্রশান্ত কৃতি।

আহত ৮ জনের মধ্যে দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুটিয়া বাজারে মধুপুরগামী মাহেন্দ্র এবং ঘাটাইলগামী অজ্ঞাত ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৮ জন আহত হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :