সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নাসিক ৩নং ওয়ার্ড রসূলবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার মধু মাতাব্বরের ছেলে রাজু (৩৫) ও পটুয়াখালীর শাহজাহান মৃধার ছেলে মামুন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ও এএসআই ইলিয়াস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ওই মাদককারবারিদের গ্রেপ্তার করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃতরা সক্রিয় মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন