বাজার ঘুরলেই দামের পার্থক্য

মেহেদী হাসান, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২:৪৮
অ- অ+

রাজধানীর রামপুরা কাঁচাবাজার ও মগবাজারের একটি কাঁচাবাজার। বাজার দুটির মাঝে মাত্র আড়াই কিলোমিটারের দূরত্ব। তবে শুধু পথের পার্থক্য নয়, নিত্যপণ্যের দামেও বিস্তার ফারাক রয়েছে এই দুই বাজারে।

মগবাজারে কোনো পণ্যের দাম কেজি প্রতি ৬০ টাকা, একই পণ্যের দাম রামপুরায় ৭০ টাকা। আবার রামপুরায় কোনো পণ্যের দাম কেজি প্রতি ১০০ টাকা মগবাজারে তা ১১০ টাকা।

তবে এই দামে হেরফেরের সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, পণ্য পাইকারি কিনে আনার উপরে নির্ভর করে বিক্রির দাম।

শুক্রবার সরেজমিনে বাজার দুটি ঘুরে দেখা গেছে, রামপুরা কাঁচাবাজারে বাজারে শসা প্রতি কেজি ৫০ টাকা, মগবাজারে ৬০ টাকা। রামপুরা বাজারে সিম বিক্রি হচ্ছে কেজিতে ১০০ টাকা অন্যদিকে মগবাজারে একই সিম বিক্রি হচ্ছে কেজিতে ৯০ টাকা। রামপুরা বাজারে মূলা কেজি তে বিক্রি হচ্ছে ৫৫ টাকা অপরদিকে মগবাজারে মুলার দাম ১০ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ৪৫ টাকা দামে। রামপুরা বাজারে করলা কেজি প্রতি ১০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায় কিন্তু মগবাজারে করলা কেজি প্রতি ১১০ টাকা। রামপুরা বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁকরোল মগবাজারে বিক্রি হচ্ছে কেজিতে ৭০ টাকা।

রামপুরা বাজারে নতুন আলু কেজি প্রতি ৫০ টাকা দামে বিক্রি হলেও মগবাজারে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। রামপুরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে অপরদিকে মগবাজারে পেঁয়াজের দাম কেজিতে বিক্রি হচ্ছে ৮৫ টাকা দামে। তবে বাজার দুটিতে চালের দামের মিল পাওয়া গেছে। দুই বাজারেই চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৭৩ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সরিষার তেল রামপুরা বাজারে বিক্রি হচ্ছে লিটার প্রতি ২১০ টাকা অপরদিকে মগবাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার।

রামপুরা বাজারে নিত্যপণ্যের বাজারে রসুনের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ২৮০ টাকা। মগবাজারেও একই দামে বিক্রি করতে দেখা গেছে। এ সপ্তাহে বাড়েনি ডিমের দাম ডজন। প্রতি ডজন ডিম ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। রামপুরা বাজারে হলুদ কেজিতে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। অপরদিকে মগবাজারে হলুদ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। মরিচের গুড়া রামপুরা বাজারে বিক্রি হচ্ছে ৫৪০ টাকায় কিন্তু ১০ টাকা বাড়তি দামে মগবাজারে মরিচের গুড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা দামে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বাড়তি গরু মাংসের দাম ছিল ৭৫০ টাকা। আগের চেয়ে ৫০ টাকা কমে এখন কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দামে। তবে খাসির মাংসের বাজারে দেখা গেছে বিপরীত দৃশ্য। রামপুরা বাজারে কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০০ টাকা দামে। অপরদিকে মগবাজারে খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে আগের দামেই।

রামপুরা বাজারের খাসির মাংসের দাম বাড়তির কারন জানতে চাইলে মাংস বিক্রেতা ফয়সাল ঢাকা টাইমসকে বলেন, শীতকালে অনুষ্ঠান বেশি হওয়ায় খাসির মাংস বিক্রিও বেড়েছে। তাই এতো খাসির জোগাড় করতে গিয়ে বেড়ে গেছে দাম। আমাদের যেমন কিনতে হয় বেশি দামে তাহলে বিক্রি কি কেনা দামে করা যাবে। তাই বাজারে খাসির দাম বেড়েছে।

অপরদিকে মগবাজারে খাসির মাংস বিক্রেতা শামসুল সরদার ঢাকা টাইমসকে বলেন, আমাদের বিক্রি কম তাই দামও কমিয়ে দিয়েছি আমরা। অন্যান্য বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে তা আমরা জানি না।

ক্রেতা শিরিনা বেগম ঢাকা টাইমসকে বলেন, স্বামী প্রবাসে থাকেন কিন্তু টাকা পাঠান হিসেব করে। বাজারে এলে কি আর হিসাব করে আসা যায়। তিনি এক মাস বাজার করার জন্য যে পরিমাণ টাকা পাঠান তা দিয়ে এখন আর বাজারে এসে সব কিছু কিনতে পারি না। শীতেও যে সবজির দাম বাড়ে তা আমি এর আগে তখনো দেখি নাই। গরুর গোস্ত কিনি না কয়েক মাস হলো। যদি দাম কমে তাহলে গরুর গোশত কিনবো। শ্বশুর শাশুড়ির সাথে থাকি তাদের রেখে কি আর খাওয়া যায়। আমাদের ৮ সদস্যের পরিবারের জন্য আগে মাসে যে টাকায় বাজার হয়ে যেত এখন মাত্র ছয় মাসের ব্যবধানে সে টাকায় কেনা দুঃসাধ্য হয়ে গেছে।

মগবাজারের সবজি বিক্রেতা খান রফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, শীতে সবজির দাম তো বাড়বেই। সবাই শুধু দাম বাড়তেই দেখে কিন্তু কেন দাম বেড়েছে তা কিন্তু একবারও দেখে না।

শীতে সবজি ভরপুর থাকে যেমন ঠিক বিক্রি ও হয় বেশি। আগে সবজি বাজার থেকে আনতাম এক দামে এখন বিক্রি বেশি হওয়ায় শীতের সবজির চাহিদা বাড়ায় দামও বাড়িয়ে দিয়েছে সরবরাহকারীরা। আমাদেরও কিনতে হয় তাই বেশি দামে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএইচ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা