গৃহবধূকে চিকিৎসার নামে পুড়িয়ে হত্যাচেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩২| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪০
অ- অ+

মধ্যযুগীয় কায়দায় রাজবাড়ীতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর, কবিরাজ ও কবিরাজের স্ত্রীর বিরুদ্ধে।

তানিয়া নামের ওই গৃহবধূ এখন ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের পর পুলিশ শুক্রবার দুপুরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তানিয়া (২৫) নামে এক গৃহবধূকে পাগল সাজিয়ে চিকিৎসার নামে পুড়িয়ে হত্যাচেষ্টা করা হয়।

ওই গৃহবধূ বালিয়াকান্দি উপজেলার বহরপুর দড়িপাড়া এলাকার প্রবাসী জহিরুল দফাদারের স্ত্রী। এ ঘটনায় শ্বশুর মোস্তফা, কথিত কবিরাজ কামাল ও তার স্ত্রী ইতি বেগমকে আসামি করে বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন তানিয়ার বাবা মোক্তার হোসেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তদেরকে খোঁজা হচ্ছিল। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তানিয়ার বাবা মোক্তার হোসেন বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ে তানিয়াকে তার শ্বশুর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। আমার জামাতা জহিরুল নিজ নামে এলাকায় কিছু জমি ক্রয় করায় শ্বশুর মোস্তফা তার মেয়ের ওপর আরও ক্ষিপ্ত হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জন পেলেন কৃত্রিম পা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা