জয়ের দ্বারপ্রান্তে দুর্দান্ত ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম ম্যাচে কুমিল্লার দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে দুর্দান্ত ঢাকা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে রান ৮১ তুলে তারা আর ১২ ওভার ৩ বলে পূর্ণ করে দলীয় শতক। তারুণ্য নির্ভর দুর্দান্ত ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দানুশকা গুনাথিলাকা ও মোহাম্মদ নাঈম। শুরু থেকেই কুমিল্লার বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন তারা। প্রথম পাওয়ার প্লেতে তুলে নেন ৫৬।
ম্যাথু ওয়াল্টার ফোর্ড, , মুশফিক হাসান, রোসটন চেজ, তানভির ইসলাম আর মোস্তাফিজুর রহমান চেষ্টা করেও ভাঙতে পারেননি এই জুটি। এই জুটিতে ভর করে ১০ ওভারে ৮১ রান তুলে নেয় তারা, আর আর ১২ ওভার ৩ বলে পূর্ণ করে দলীয় শতক। । জয়ের খুব কাছেই রয়েছে তারা।
এর আগে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে লিটন দাসের কুমিল্লা শুরুটা ভালো করতে পারেননি। লিটন নিজেই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর ইমরুল কায়েসের ৬৬ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন