চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৩০
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি বিন মুর্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত তাকেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক ঘোষণা করে। আজ মাশরাফির নেতৃত্বেই বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সিলেট।

সিলেট তাদের প্রথম ম্যাচের একাদশে চার বিদেশি ক্রিকেটার রেখেছে। তারা হলেন- হ্যারি টেক্টর, বেন কাটিং, বেনি হাওয়েল ও রিচার্ড এনগারাভা। রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও এ ম্যাচে তার বল করার সম্ভাবনা খুবই ক্ষীন।

অন্যদিকে চট্টগ্রাম তাদের একাদশে চার বিদেশি ক্রিকেটার রেখেছে। তারা হলেন- আভিস্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান।

সিলেট একাদশ

নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিথুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফি বিন মুর্তজা, বেনি হাওয়েল, তানজিদ হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।

চট্টগ্রাম একাদশ

আভিস্কা ফার্নান্দো, তামজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম, কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন ও বিলাল খান। (ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা