৫ উইকেট হারিয়ে চাপে রংপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৪:১৫| আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৪:২৮
অ- অ+

বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে সাকিবের রংপুর রাইডার্স।

রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ব্রেন্ডন কিং ও রনি তালুকদার। তবে ওভারেই প্রথম বলেই ফিরে যান ব্রেন্ডন কিং। মোহাম্মদ ইমরানের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

ব্রেন্ডন কিংয়ের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার রনি তালুকদারও। খালেদ আহমেদের বলে ডিপ থার্ড ম্যানে মোহাম্মদ ইমরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৭ বলে ৫ রান। তার বিদায়ে ১৪ রানেই ২ উইকেট হারায় রংপুর।

দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ৩ বলে মাত্র ২ রান করে খালিদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

সাকিবের পথ ধরে সাজঘরে ফিরে আজমতউল্লাহ ওমরজাইও। ৯ বলে মাত্র ৬ রান করে দুনিথ ভেল্লালাগের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। ৩১ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন নুরুল হাসান ও শামীম হোসেন। তারা জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে তারাও ব্যর্থ নিজেদের জুটিকে বড় করতে।

দলীয় ৬৫ রানে শোয়েব মালিকের বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নুরুল হাসান। আউট হওয়ার আগে করেন ২৩ বলে ২৩। তার বিদায়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে রংপুর।

রংপুর রাইডার্স একাদশ

ব্রান্ডন কিং, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও সালমান ইরশাদ।

ফরচুন বরিশাল একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ‍দুনিথ ভেল্লালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান ও মোহাম্মদ ইমরান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা