সুনামগঞ্জের চামটি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৪:৫১

সুনামগঞ্জের দিরাই উপজেলার চামটি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের পাশে চামটি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি এলাকায় লেম্বু পাগল নামে পরিচিত হলেও তার সঠিক নাম পরিচয় পাওয়া যায় নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নাম পরিচয় পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন