কুলাউড়ায় জিলান হত্যাকাণ্ডের মূলহোতা রাজধানীতে গ্রেপ্তার

পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা আব্দুল্লাহ আল মিজুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মিজুকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় ছোট ভাইকে বাসে তুলে দিতে গিয়ে নৃশংস ভাবে খুন হয় জিলান। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত পলাতক অন্যতম প্রধান আসামি মিজুকে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আরও ১৪ জন আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানাগেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএম/এসএম)

মন্তব্য করুন