বিপিএলে টানা দ্বিতীয় জয় খুলনার

ক্রীড়া ডেস্ক, ডাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২২:৩৬
অ- অ+

চলতি বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারানোর পর এবার তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারালো।

সোমবার (২২ জানুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে বরিশাল। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

বরিশালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুর হক বিজয় ও এভিন লুইস। এই দুই ব্যাটার মিলে ৫ ওভারেই তুলে নেন ৭২ রান।

কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। ষষ্ঠ ওভারে মোহাম্মদ ইমরানের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান এভিন লুইস। আউট হওয়ার আগে করেন ২২ বলে ৫৩ রান।

এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন আফিফও। চার মেরে রানের খাতা খোলেন তিনি। ৪০ বলে আফিফ ও বিজয়ের জুটি ৫০ ছাড়িয়ে যায়।

এর খানিক বাদেই ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন খুলনার অধিনায়ক বিজয়। হাফ সেঞ্চুরির পথে ছিলেন আফিফও। তবে ইমরানের বলে লেগে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ৪১ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর শাই হোপকে নিয়ে খুলনাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বিজয়। বিজয় ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন। মাত্র ১০ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন হোপ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ১১ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। তবে সৌম্যকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন তামিম। সৌম্য এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ১৭ রান করে রান আউটে কাটা পড়েন এই টপ অর্ডার ব্যাটার।

তামিমের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩০ রান। এই ইনিংস খেলার পথেই বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন এই ওপেনার। তামিম ফেরার পর দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৮ রান। মাহমুদউল্লাহ করেছেন ১৯ বলে ২৭ রান।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা