নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে তানিয়া সুলতানা মিলি (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গণি স্যারেং বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তানিয়া সুলতানা মিলি ওই এলাকার আনোয়ার হোসেন পারভেজের স্ত্রী ও মোশারফ হোসেনের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)

মন্তব্য করুন