রাজবাড়ী জেলা কারাগারে আসামির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪১
অ- অ+

রাজবাড়ী জেলা জেলার কারাগারে অসুস্থ হয়ে শহিদুল বিশ্বাস (৪৩) নামে চেক ডিসঅনার মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহিদুল বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

নিহত শহিদুল বিশ্বাসের ছোট ভাই রেজাউল বিশ্বাস জানান, তার বড় ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাটের ব্যবসা করতেন। চেক ডিসঅনারের একটি মামলায় ২০২৩ সালের ১৯ মে পুলিশ তার ভাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তার ভাইকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর থেকে তার ভাই জেলা কারাগারেই ছিলেন। ১৫ দিন আগেও তারা তার ভাইয়ের সঙ্গে কারাগারে দেখা করে গেছেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, সকাল ৬টার দিকে শহিদুল বিশ্বাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তনৎক্ষণিকভাবে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বুকে ব্যথা নিয়ে সকাল সোয়া ৬টায় শহিদুল বিশ্বাসকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর ৩০ মিনিট পরেই পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের গণহত্যায় ৪০ জন নিহত
গরমে তালের শাঁস শরীর ঠান্ডা করে, ক্যানসার-ডায়াবেটিসের ঝুঁকি কমায়
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা