টানা দুই হারের পর যা বললেন সিলেটের অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরে দুই ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পেলো না মাশরাফির সিলেট। নিজিদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা্। আর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের রংপুরের কাছে ৪ উইকেটে হারলো।তাই ঢাকার প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট।
এদিকে, রংপুরের বিপক্ষে ৪ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন সিলেট অধিনায়ক। মাশরাফি বলেন, এ ধরণের উইকেটে ১৫০-৬০ রান আদর্শ। হেমন্থের দারুণ বোলিংয়ের পরও আমাদের ২০-৩০ রান কম হয়ে গেছে। প্রথম ম্যাচে ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু আজ খুব ভালো হয়েছে যদিও ব্যাটিংটা হয়নি। আপনাকে সব বিভাগেই পারফর্ম করতে হবে অন্যথায় কঠিন। মাত্র দুটি ম্যাচ কিন্তু আমরা মোমেন্টাম খুঁজছি।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট দলীয় ৩৯ রানেই ৫ উইকেট হারায় সিলেট। এরপরেই দলের হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার বেনি হাওয়েল ও বেন কাটিং। এই জুটির ৬৮ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট।
সিলেটের দেওয়া ১২১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। রংপুরের ক্রিকেটেররা আজ ছিলেন আসা যাওয়ার মধ্যেই। যার ফলে মাত্র ৩৯ রানেই ৬ উইকেট হারায় রংপুর। ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়েন দুই বিদেশি ক্রিকেটার বাবর আজম ও আজমতুল্লাহ ওমরজাই। এই দুই ব্যাটার জয় নিয়েই মাঠ ছাড়েন। বাবর আজম ৫৬ রানে ও আজমতুল্লাহ ওমরজাই ৪৭ রানে অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন