টস জিতে তামিমের বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:২৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আজকের ম্যাচে প্রথম জয়ের খোঁজে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফরচুন বরিশালের। এমন ম্যাচে টস জিতে তামিমের বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত চারবার শিরোপা ঘরে তুলেছে তারা। নিজেদের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামা কুমিল্লা চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটে হেরে আসর শুরু করে তারা। দুর্দান্ত ঢাকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বিদেশি সংকটে তারা তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছিলো। রিজওয়ান যোগ দেয়ায় সেই সংকট কাটল। সন্ধ্যায় ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিজওয়ানের এবারের বিপিএলের মিশন।

অন্যদিকে তামিমের ফরচুর বরিশাল নিজেদের প্রথম ম্যাচে সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে তারা। তাই আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া দলটি।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, দুনিথ ভেল্লালাগে, মোহাম্মদ ইমরান, প্রীতম কুমার ও আব্বাস আফ্রিদি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়, জাকের আলী, ইমরুল কায়েস, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রোসটন চেজ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা