কানাডায় চিকিৎসাধীন ছেলেকে নিয়ে কুমার বিশ্বজিতের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫
অ- অ+

গত বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়। তার সঙ্গে থাকা তিন বন্ধুর সবাই দুর্ঘটনায় মারা যান। অলৌকিকভাবে বেঁচে যাওয়া নিবিড় তখন থেকেই দেশটির সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত।

সেই নিবিড়কে নিয়ে বানানো একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটির শিরোনাম ‘নিবিড় অপেক্ষা করছে’। এটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানচিত্রটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটি এমন- ‘বৃষ্টি এখন আর ভালো লাগে না/কান্নার শব্দ মনে হয়/মেঘলা আকাশ কেমন যেন/বেদনার চাদরে ঢেকে রয়/আমার বুকে কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে/তবু সারাক্ষণ, আমার হৃদয় মন/নিবিড় অপেক্ষা করছে’।

গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শিল্পীর প্রাণ যখন মরে যায়, তখন গান গাওয়াটাই তার জন্য কঠিন হয়ে যায়। গত আট মাস একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল গানটি গাওয়ার জন্য। ওরা বলল, আপনার জন্যই গানটি করা। গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্তি ও অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।’

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কুমার বিশ্বজিতের নিজস্ব ফেসবুক পেজে গানচিত্রটি প্রকাশ হবে। গানটি আসবে ‘প্লাটফর্ম’ এন্টারটেইনমেন্ট থেকে। পাশাপাশি একই সময়ে প্রথম আলো, গান বাংলা, সাউন্ডটেক, ধ্রুব মিউজিক স্টেশনের ফেসবুক পেজেও গানটি প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা