বিএসএফের গুলিতে নিহতের দুদিন পর বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তে গত সোমবার (২২ জানুয়ারি) বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের লাশ হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার শিকারপুর এবং ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি হস্তান্তর করা হয়।
যশোর ৪৯-বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশটি যশোর বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হবে।
নিহত রইশুদ্দীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯-ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিজিবি সদস্য রইশুদ্দীন ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে যান। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের তরফ থেকে জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য রইস উদ্দিন মৃত্যুবরণ করেছেন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন