কিশোরগঞ্জে র্যাবের অভিযান, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির মো. আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে তাকবীর উদ্দিন রকিব(৩১) ও একই এলাকার মো. ইলিয়াস মিয়ার ছেলে তাজবীর রায়হান বিপ্লব(২৪)।
অভিযানকালে বিপ্লবের বাড়ি থেকে আটটি ধারালো রামদা, একটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল ও একটি লোহার চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-১৪ অধিনায়ক মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন