মৌলভীবাজারে দুই শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৯

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) ও উমায়ের (৪)। তারা সকলেই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে মুন্সীবাজারে দুই যুবক, দুই নারী ও দুই শিশুসহ ৬ জনকে একসাথে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদকালে কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে তাদেরকে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। রোহিঙ্গা নিশ্চিত হওয়ার পর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে আটককৃত রোহিঙ্গাদের দাবি, তারা সিলেটে মাজারে এসেছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ‘স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :