পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবক নিহত

কুষ্টিয়ায় মোটরসাইকেল তল্লাশিকালে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আসিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আকিব নামে আরও একজন। সম্পর্কে তারা খালাতো ভাই।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাগডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ চুয়াডাঙ্গা জেলার কবিখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ও আকিব কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর গ্রামে একটি অনুষ্ঠানে যোগদান শেষে নিজ বাড়িতে ফেরার সময় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের আইলচারা বাগডাঙ্গা নামক স্থানে পুলিশ তাদের থামতে বলে। আসিফ মোটর সাইকেল না থামিয়ে দ্রুতগতিতে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আসিফ ও আকিব। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আহত আকিবের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন