বিপিএল: দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে তামিমের বরিশাল

চলতি বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনে আজও অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। দিনের প্রথম খেলায় দুপুরে মুখোমুখি হবে তামিমের ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চলতি বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুইটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তামিমের বরিশাল। যার ফলে তিন ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে তারা।
নিজেদের প্রথম ম্যাচে সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে তামিমের বরিশাল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে তারা। নিজেদের তৃতীয় ম্যাচেও হারের তিক্ত স্বাদ পায় তারা। তৃতীয় ম্যাচে বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। তাই আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া তামিমের বরিশাল।
দলের শক্তি বাড়াতে ইতোমধ্যে তারা দুই বিদেশি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদকে দলে ভিড়িয়েছে। শেহজাদ এর আগেও বিপিএলে খেলেছেন। তাই অভিজ্ঞ এই ব্যাটার বরিশালের জন্য দারুণ কার্যকরী হতে পারেন। আর বোলিংয়ে শক্তি বাড়াবেন তরুণ বাঁহাতি পেসার আকিফ।
এদিকে বরিশালের অন্যতম বড় তারকা শোয়েব মালিক ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত কারণে দুবাই গিয়েছিলেন। এরপর সেখান থেকেই জানিয়েছেন বিপিএলের এবারের আসরে আর খেলবেন না তিনি।
অন্যদিকে বিপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করে। নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে তারা ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করে।
কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তারা ৪ উইকেটে হেরে যায়। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বন্দনগরীর দলটি। তৃতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় তারা। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন