নির্বাচন বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল বিএনপি: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও একটি সফল নির্বাচন হয়েছে। কিন্তু এই নির্বাচনে বিএনপি না এসে, নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। যারা নির্বাচনকে বয়কট করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে তাদের থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে শান্তি ও গণতন্ত্র সমাবেশে এসব কথা বলেন তিনি

এই শান্তি ও গণতন্ত্র সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন বানচাল করার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু সফল হয়নি। এরা স্বাধীনতা বিরোধী। যারা নির্বাচনকে বয়কট করার রাজনীতি করে, দেশকে বয়কট করার রাজনীতি করে তাদের জন্য ৭ জানুয়ারি একটা বার্তা দিয়েছে দেশের মানুষ। দেশের মানুষ বিএনপিকে চায় না। দেশের মানুষ চায় না কোনো অপশক্তির হাতে এদেশের ক্ষমতা যাক। বিএনপি একটা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। তাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ। যারা নির্বাচনকে বয়কট করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে তাদের থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, যারা দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আগুন দিয়ে দেশের মানুষ হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ চায় না। এদেরকে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও একটি সফল নির্বাচন হয়েছে। বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ প্রমাণ করে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করছেন।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/জেএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের সঙ্গে লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই: রিজভী

বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে জিএম কাদেরের উদ্বেগ

নির্বাচনের পর সংকট কেটে যায়নি, আরও বেড়েছে: মির্জা ফখরুল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :