পরীমনির মানবিক আহ্বান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:১৩ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯

মানবিক নায়িকা হিসাবে আগে থেকেই প্রশংসিত ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময়ে চলচ্চিত্র তার বাইরের অসহায় মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখা গেছে। এই নায়িকা নিজের মানবিক কাজে যুক্ত রাখার পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে থাকার আহ্বান জানিয়েছেন।

দেশে শীতের তীব্রতা বেড়েছে। এই শীতে অনেকেই গরম কাপড় থেকে বঞ্চিত। শীতের মধ্যেও রাস্তাঘাটে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু-বৃদ্ধদের দিন-রাত পার হচ্ছে। বিত্তবানদের সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যায় পরীমনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমাদের আশপাশে কত সুবিধাবঞ্চিত বাচ্চা, বৃদ্ধরা শীতে কষ্ট পাচ্ছে! তাদের পাশে থাকি চলেন। আমিও নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করব।

ছেলের চিকিৎসার জন্য সম্প্রতি কলকাতা গিয়েছিলেন পরীমনি। চিকিৎসা শেষে আজই ঢাকায় ফিরেছেন তিনি। বর্তমানে তার ছেলে আগের চেয়ে অনেক ভালো আছে। খুব শিগগিরই তার জি-সিরিজ-এরডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে তার সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :