দুর্ভোগ লাঘবে তৈরি ব্রিজই এখন দুর্ভোগের কারণ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:২৪
অ- অ+

ব্রিজ আছে। কিন্তু ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের কদমতারা মহল্লার ভাগুলিপাড়া এলাকায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে ধুলিয়া খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে আট মিটার লম্বা ব্রিজটি নির্মাণ করা হলেও নির্মাণের সাত বছরেও সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে দুর্ভোগ লাঘবে তৈরি করা ব্রিজটিই এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পশ্চিমভাগ কদমতারা গ্রামের ধুলিয়া খালের উপর ২৩ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে

পশ্চিমভাগ কদমতারা গ্রামের সস্তু মিয়া বলেন, দীর্ঘদিন আগে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজেই আসছেনা ব্রিজটি।

এলাকার বয়োবৃদ্ধ বাবুল মিয়া জানান, ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় শীতকালে মাটির বস্তা ফেলে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় কাঁদা পানি মাড়িয়ে মূল সড়কে যেতে হয়।

স্থানীয় ইউপি সদস্য মুহিবুর হাসান দুলু জানান, ব্রিজটি এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে এটি তেমন কাজে আসছে না।

শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার বলেন, ব্রিজটি নির্মাণের পর উভয় পাশে ব্যক্তি মালিকানা ভূমি জটিলতায় আজ অবধি সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল বলেন, কয়েকমাস পূর্বে আজমিরীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। তবে সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা