প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ২১:১৭
অ- অ+

এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শনিবার বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের কৃষক ইন্দু ভূষণ পল নিরুর বাড়িতে কৃষকদের সঙ্গে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে স্থানীয় পর্যায়ে কী কী সমস্যা আছে তা জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর এ লক্ষ্য পূরণ করে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করবো।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আর কৃষকরা হলেন এ দেশের প্রাণ। তাই কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে, কৃষকদের উন্নয়নে নানান পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।

খাদ্যমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছি উঠান বৈঠকের মাধ্যমে দেশের সকল কৃষকদের কাছে যাব। দেশের প্রতিটি এলাকায় উঠান বৈঠক করে কৃষকের সমস্যা শুনে তা নিরসনে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উঠান বৈঠকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ। এসময় অতিরিক্ত উপ পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবসহ অনেকে উপস্থিত ছিলেন। (ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা