অলিম্পিকে মেসি-ডি মারিয়া খেলবেন কি না, যা জানালেন স্ক্যালোনি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৫
অ- অ+

ঘনিয়ে আসছে ২০২৪ অলিম্পিক! ফ্রান্সের প্যারিসে চলতি বছরের ২৬ জুলাই থেকে বসবে আসর। প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি এবং ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। কেননা অলিম্পিকের আগেই যে তাদের খেলতে হবে কোপা আমেরিকায়।

বোল্ট-ফেলপস মানের তারকা না থাকায় তুলনামূলক আলোচনা কম আসন্ন গেমস নিয়ে। তবে গুঞ্জন আছে জৌলুস ধরে রাখতে ফুটবল ইভেন্ট দিয়ে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তাই আয়োজকরা খুব করে চাইছে আর্জেন্টিনার হয়ে অংশ নিক লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।

অলিম্পিকে খেলতে হলে সবার আগে বাছাইপর্ব পার হতে হবে আর্জেন্টিনার। লাতিন অঞ্চল থেকে সেই প্রক্রিয়ার মধ্যে আছে হাভিয়ের মাশ্চেরানোর দল। কোয়ালিফাই করলেও মেসি এবং ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় রয়েছে, কেননা জুন-জুলাইয়ের কোপা আমেরিকার পরপরই অলিম্পিক। কোপা শেষ করেই অলিম্পিক খেলার মতো শারীরিক কন্ডিশন মেসি এবং ডি মারিয়ার থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন লিওনেল স্ক্যালোনির।

স্ক্যালোনি বলেন, ‘আমি তো চাই মাশ্চেরানোর দলে মেসি-ডি মারিয়ারা থাকুক। কিন্তু সত্যিকার অর্থে কোপা আমেরিকা খেলার পরপর অলিম্পিকে খেলা সোজা কথা নয়। তবে সময় আসলে এটা আরও ভালোভাবে বোঝা যাবে।’

কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ডকে পেছনে ফেলে কদিন আগেই অষ্টম বারের মতো ফিফা দ্যা বেস্ট জিতেছেন মেসি। বিভিন্ন মহলে তা নিয়ে চলছে সমালোচনা। আর্জেন্টাইন কোচ মনে করেন এই বিতর্ক ফুটবলকে কেন্দ্র করে, ফুটবলাররা এটা নিয়ে বিব্রত নয়!

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা