যশোরে নিজের ভাড়া করা ট্রাকেই প্রাণ গেল যুবকের

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
অ- অ+

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট এলাকায় নিজের ভাড়া করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার সকাল ১১টার সময় শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের আবু বাক্কারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নিহত হাবিবুর রহমান নতুন বাড়ি করার জন্য কেনা ইট নিতে সকালে একটি ট্রাক ভাড়া করেন। ওই ট্রাকে ইট ভরাট করে বাড়ির দিকে রওয়ানা হন। তবে তিনি একটি ইজিবাইকে করে ট্রাকের সামনে থেকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর ইটবাহী ট্রাকটি হাবিবকে বহন করা ইজিবাইকে ধাক্কা দেয়। সময় হাবিব পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা