নারী ক্রিকেটার স্বর্ণার দুটি আইফোন ও বাসা থেকে নগদ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫
অ- অ+

প্র্যাকটিসে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় স্বর্ণা আক্তারের দুটি মোবাইল ফোন খোয়া গেছে। এরমধ্যে একটি আইফোন ১৩ প্রো অন্যটি আইফোন ১৩ মিনি। একইদিন তার বাসায় চুরির ঘটনাও ঘটে।

সোমবার (২৯ জানুয়ারি) তেজকুনিপাড়া খেলার মাঠ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি চুরি হয়। এর কিছু সময় পর তার বাসা থেকে বিদেশি মুদ্রা ও নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন স্বর্ণা আক্তার। তাতে আল আমিন দেওয়ান আযান নামে এক যুবককে অভিযুক্ত করেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকালে আমিন দেওয়ান আযান তার বাসায় আসেন। তাকে বাসায় রেখে তেজকুনিপাড়া মাঠে প্র্যাকটিসে যান স্বপ্নাসহ তার আরও দুই রুমমেট। পরে সেখানে আমিন দেওয়ান আযান স্বপ্নার ব্যবহৃত মোবাইল চেয়ে নেন এবং ছবি তোলেন। এরপর থেকে স্বর্ণার ব্যবহৃত মোবাইল ফোন দুটি পাওয়া যাচ্ছিল না।

স্বপ্না এজাহারে আরও উল্লেখ করেন, এই ঘটনার পর প্র্যাকটিস শেষ করে বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তা তালাবদ্ধ। পরে দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের সব কিছু এলোমেলো। পরে দেখেন ওয়্যারড্রপে থাকা সাড়ে তিন হাজার ডলার, রুমেটের সাড়ে সাড়ে ছয়হাজার টাকা, ব্যাংকের চেক ও কার্ড খোয়া গেছে। এতে সব মিলিয়ে সাড়ে পাঁচলাখের বেশি টাকা ও জিনিসপত্র খোয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

চুরির সঙ্গে আমিন দেওয়ান আযান জড়িত বলে সন্দেহ স্বপ্নার।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা