রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে চলছে মধু চাষ, ১০ কোটি টাকা লাভের আশা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৩০
অ- অ+

রাজবাড়ী জেলায় বিভিন্ন কৃষি মাঠে সরিষা ফুলের মাঠে বাণিজ্যিকভাবে মধু চাষে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা রাজবাড়ীর বিভিন্ন স্থানে মৌমাছির বাক্সসহ অবস্থান নিয়েছেন।

তারা সরিষা ক্ষেতের আইলে শতশত কৃত্রিম মৌবক্স স্থাপন করেছে। মৌয়ালরা মৌমাছি আকর্ষনের জন্য রানী মৌমাছি প্রতিটি বক্সে ডুকিয়ে দিয়েছে। আর তাতেই প্রতি দিন হাজার হাজার মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে ওইসব কৃত্রিম মৌবক্সে জমা করছে।

চলতি মৌসুমে এ অঞ্চল থেকে ১০ কোটি টাকার মধু সংগ্রহ হবে বলে আশা করছেন মৌয়ালরা।

জানা গেছে, পদ্মা বিধৌত রাজবাড়ী সদর,গোয়ালন্দ,পাংশা,কালুখালি ও বালিয়াকান্দি উপজেলায় গত দুই দশক ধরে রবি মৌসুমে সরিষা ফুল থেকে কোটি কোটি টাকার মধু সংগ্রহ করা হচ্ছে।

এবার জেলার বিভিন্ন মাঠে প্রায় শতাধিক চাষি মধু সংগ্রহের জন্য রাজবাড়ীর সরিষা খেতের পাশে প্রায় ২ হাজার মৌবাক্স বসিয়েছেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজবাড়ীর ৫ উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। এরই মধ্যে রাজবাড়ীর ফসলের মাঠ সরিষার ফুলে ভরে উঠেছে। আর সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য মাসখানেক আগে থেকেই চাষিরা সরিষা মাঠের বিভিন্ন

সুবিধাজনক স্থানে অস্থায়ী আবাস গড়েছেন। আর খেতের আইল জুড়ে মৌবক্স বসিয়েছেন।

রাজবাড়ী সদরের উপসহকারি কৃষি অফিসার মো. সুমন মিয়া ও ইলিয়াছ হোসেন জানান, চলতি বছর রাজবাড়ীতে বিপুল পরিমাণ জমিতে বিভিন্ন উন্নত জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষার হলুদ ফুলে ফুলে মৌমাছি বসে পরাগায়নে সহায়তা করে ফলন বৃদ্বি করছে। একই সঙ্গে প্রচুর মধু উৎপাদন করছে মৌয়ালরা। এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকরাও সরিষার মধু সংগ্রহের কাজ করছে। আর তাতে কৃষি বিভাগ সার্বিক সহায়তা করছে,পরামর্শ দিচ্ছেন চাষিদের।

রাজবাড়ী মৌচাষি সমিতির সভাপতি সূর্যনগরের সজল মিয়া জানান, চলতি মৌসুমে এ জেলা থেকে ১ হাজার মেট্রিক টনের বেশি মধু উৎপাদন হবে। যার বাজার মূল্য ১০ কোটি টাকা।

তিনি জানান, তার মোট ৫০টি মৌবাক্স রয়েছে। যা থেকে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৪ মণ মধু সংগ্রহ করতে পারেন।

সাতক্ষীরা থেকে মধু সংগ্রহ করতে আসা মেহেদী হাসান জানান, তার ১৫০টি মৌবাক্স রয়েছে। যা থেকে প্রতি সপ্তাহে মধু উৎপাদন হচ্ছে ৫ থেকে ৬ মণ। এবার মধুর দাম বেশি। ফলে চাষিরা লাভবান হবেন। স্বল্প সময়ে অল্প পরিশ্রমে মধু চাষে অধিক লাভ দেখে মেহেদীর মতো রাজবাড়ী সদরের মুলঘর ইউনিয়নে অনেকে বিভিন্ন মাঠে সরিষা ক্ষেতে মৌসুমী মৌবক্স বসিয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো, জনি খান জানান, আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় থেকে বাণিজ্যিকভাবে প্রায় ১ হাজার মেট্রিক টন মধু সংগৃহীত হবে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। তিনি জানান, কৃষি বিভাগও মধু সংগ্রহে বাক্স প্রদান করেছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা