ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চকলেট পাবে সাড়ে ১১ লাখ শিক্ষার্থী

‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। বিশেষ
এ দিনটিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১১ লাখ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে ডিএমপি আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হবে।’
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাফিক সচেতনতার অংশ হিসেবে ট্রাফিক আইন মেনে চলাচলকারী চালক, পথচারী ও নাগরিকবৃন্দকে মঙ্গলবার ফুল এবং চকলেট বিতরণের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে ট্রাফিক-রমনা বিভাগ।
উল্লেখ্য, অন্য সব বছরের মতো ১ ফেব্রুয়ারি বিকালের পরিবর্তে এ বছর সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দিনব্যাপী নানান আয়োজন শেষে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম)

মন্তব্য করুন