ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চকলেট পাবে সাড়ে ১১ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:৪৬| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:৫৫
অ- অ+

‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। বিশেষ

এ দিনটিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১১ লাখ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে ডিএমপি আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হবে।’

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাফিক সচেতনতার অংশ হিসেবে ট্রাফিক আইন মেনে চলাচলকারী চালক, পথচারী ও নাগরিকবৃন্দকে মঙ্গলবার ফুল এবং চকলেট বিতরণের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে ট্রাফিক-রমনা বিভাগ।

উল্লেখ্য, অন্য সব বছরের মতো ১ ফেব্রুয়ারি বিকালের পরিবর্তে এ বছর সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দিনব্যাপী নানান আয়োজন শেষে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা