অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্সে দুপুরে নেপালের মুখোমুখি জুনিয়র টাইগাররা

একদিকে দেশে বিপিএল নিয়ে উন্মাদনা, অন্যদিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে লড়ছেন জুনিয়র টাইগাররা। সেই লড়াইয়ে আজ সুপার সিক্স পর্বে নেপালের বিপক্ষে খেলতে নামবে মাহফুজুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের ওভালে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
চলতি আসরে গ্রুপ ‘এ’তে তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেন জুনিয়র টাইগাররা।
অন্যদিকে গ্রুপ ‘ডি’তে তিন ম্যাচ খেলে দুই জয় এবং এক হার নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে সুপার সিক্সে জায়গা করে নেয় হিমালয়ের দেশ নেপাল। এবার তারা বাংলাদেশের মুখোমুাখি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও নেপাল। এবারই প্রথম। শক্তির বিচারে কে এগিয়ে? পরিসংখ্যান এবং অতীত পারফর্মেন্স বলছে, বাংলাদেশ এগিয়ে। তবে বিশ্বকাপের আসরে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইয়ে জয়টা কাদের হবে, তা তো সময় বলে দেবে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)

মন্তব্য করুন