রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২১ জনকে গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার অভিযানে অভিযুক্ত ২১ জনের কাছ থেকে এক হাজার ৭৬২ পিস ইয়াবা, সাড়ে ২০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন