নোয়াখালীর কুখ্যাত রাজাকার আবুল খায়ের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪২ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নোয়াখালীতে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি যুদ্ধকালীন সময়ে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

বুধবার ডিএমপির উত্তরা (পশ্চিম) থানার আহালিয়ার মাস্টারগলি এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (বাংলাদেশ) এর পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ জানিয়েছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আবুল খায়েরসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী ড. রমেশ চন্দ্র সেন, সাতজন মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জনকে হত্যা করে।

২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর যুদ্ধাপরাধী আবুল খায়েরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন। তাকে গ্রেপ্তারে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবুল খায়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকতেন তিনি।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসএস/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :