বাড্ডায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাড্ডা তেঁতুলতলা এলাকায় সিএনজি থেকে চুরি হওয়া ২১ ভরি স্বর্ণালংকারসহ চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
বুধবার মাদারীপুর সদর থানাধীন বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম চাঁন মিয়া খান ওরফে চান্দু(৪৬)। তার কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচলক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা ও চোরাইমাল নগদ টাকা দিয়ে ক্রয় করা একটি ওয়ালটন ফ্রিজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, ‘মো. বশির উল্লাহ বাড্ডা থানায় মামলা করলে গুরুত্ব দিয়ে আমরা তদন্ত শুরু করি। ঘটনার পর আসামী ঢাকার বাইরে পালিয়ে গেলেও বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা তাকে লোকেট করতে সক্ষম হই এবং অল্প সময়েই গ্রেপ্তার করতে পারি।’
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, গত শনিবার দুপুরে মো. বশির উল্লাহ(৭২) তার স্ত্রীসহ সিএনজি যোগে বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা তেঁতুল তলা এলাকার ২ নং রোডে ১৮ নম্বর বাসার নিচ তলায় লিফটের সামনে এসে সিএনজি থেকে নামেন। তারা সিএনজি থেকে ব্যাগ গুলো নামাতে গেলে সিএনজি চালক চাঁন মিয়া খান ওরফে চান্দু(৪৬) অন্যান্য ব্যাগ নামিয়ে দিয়ে স্বর্ণালংকার, পাসপোর্ট, ব্যাংকের চেকসহ অন্যান্য জিনিসপত্রসহ নগদ টাকা রক্ষিত একটি ব্যাগ কৌশলে তার সিএনজিতে নিয়ে দ্রুত সিএনজি চালিয়ে চলে যায়। যার মধ্যে সর্বমোট ২৭ ভরি চার আনা স্বর্ণালংকার ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক চব্বিশ লক্ষ বায়ান্ন হাজার টাকা এবং নগদ ছয় লক্ষ সত্তর হাজার ছিল।
এ ঘটনায় মো. বশির বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলায় সিএনজি নম্বর সংগ্রহ করে উক্ত সিএনজি চালকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার মাদারীপুর জেলার সদর থানাধীন বালিয়া গ্রামে চাঁন মিয়া খান ওরফে চান্দু(৪৬) এর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার ঢাকার গেন্ডারিয়া থানাধীন তার ভাড়া বাসা থেকে ২১ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচলক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা ও একটি ওয়ালটন ফ্রিজ উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএম/এসএম)

মন্তব্য করুন