মিয়ানমারকে শঙ্কার কথা জানিয়েছে ঢাকা

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৮ | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে, সেই গোলা এসে কয়েকদিন ধরে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। রবিবার এই সংঘাত বেড়ে যাওয়ায় গোলাগুলিও অতিমাত্রায় বেড়েছে। এদিন গোলা এসে তুমব্রু সীমান্তে পড়লে বাংলাদেশের দুজন গুলিবিদ্ধ হন। নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের গুলি এসে লেগেছে অটোরিকশার কাঁচে। আর ওপারের সংঘাতের গুলির খোসা উড়ে এসে বাংলাদেশের সীমানার জনবসতিতে পড়ছে এক সপ্তাহের বেশি সময় ধরে। কিন্তু এতকিছুর পরও বাংলাদেশ কী ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়েও।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভাবা হচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা এ বিষয়ে চীনের সহায়তা প্রত্যাশা করেছেন। মোটাদাগে, মিয়ানমারের সংঘাতের গোলা বাংলাদেশে এসে যাতে পুনরায় না পড়ে, সে বিষয়ে চীনের দিকেই তাকিয়ে আছে ঢাকা।

কূটনীতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার কূটনীতিক সৌজন্যবোধ ও শিষ্টাচারসহ স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাংলাদেশের উচিত তাদের রাষ্ট্রদূতকে ডেকে কড়াভাবে প্রতিবাদ (নোট ভারবাল) জানানো আর আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেওয়া। একইসঙ্গে বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে জোরালোভাবে তুলে ধরার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা।

এছাড়া বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে এবং পররাষ্ট্রনীতিতে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা আরও জোরদার করাতে হবে বলেও জানান বিশ্লেষকরা।

এসব বিষয়ে রবিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা এই বিষয়টা মিয়ানমার অ্যাম্বাসিকে আজকের (রবিবার) ঘটনা ঘটার আগেই আমরা জানিয়ে রেখেছি যে, এমন ঘটনা ঘটতে পারে, আমরা চিন্তিত। আমরা কন্টিউনিয়াসলি এই শঙ্কার কথা তাদেরকে জানিয়ে আসছি।’

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি স্পষ্ট করতে পারে বলেও জানান পরারাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

আর মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরও আজ একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্যার কাল (সোমবার) কথা বলবেন। আপনারা কাল (সোমবার) জানতে পারবেন।’

এই প্রেস ব্রিফিংয়ে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিস্কার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মিয়ানমারে গত কয়েকদিন ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। যার রেশ বাংলাদেশের এপারে এসেছে। অনেক গুলি ও মর্টার শেল এসে পড়েছে বান্দরবানের তুমব্রু সীমান্তে। এমনকি দেশের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। রবিবার মিয়ানমার থেকে ৫৮ জন পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। এদের মধ্যে মিয়ানমার জান্তা সরকারের সীমান্ত নিরাপত্তা বাহিনী ‘বর্ডার গার্ড পুলিশ’ (বিজিপি) সদস্যও রয়েছে।

এর আগে মিয়ানমারে উত্তেজনার জেরে বান্দারবান সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি মাদরাসায় শিক্ষার্থী অনুপস্থিত থাকায় সেখানেও পাঠদান বন্ধ রয়েছে। আর সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে বান্দরবান জেলা প্রশাসন।

কয়েকদিন ধরেই সীমান্ত এলাকা উত্তপ্ত। মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। রাতভর অতিমাত্রায় গোলাগুলির কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এপারের সীমান্তঘেঁষা গ্রামগুলোতে।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন ঢাকা টাইমসকে বলেন, বাংলাদেশে আসা মিয়ানমার জান্তার সদস্যদের যদি দেশটি চায় তাহলে ফেরত দিতে হবে। না হলে তারা রাজনৈতিক আশ্রয়ও নিতে পারে।

তিনি আরও বলেন, ‘যদি মিয়ানমারের সিভিল ওয়ার বন্ধ করা যায়, তাহলে সীমান্তে গোলাগুলিও বন্ধ হবে। কিন্তু এই যুদ্ধ কি চীন বন্ধ করতে পারবে? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বর্ডারকে শক্ত রাখা যাতে, কেউ আর ঢুকতে না পারে। আর কোনো রিফিউজি (শরনার্থী) নেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। ’

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহা. রুহুল আমীন ঢাকা টাইমসকে বলেন, শুধুমাত্র মিয়ানমার না আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে বর্ডার, সেখানে প্রায়ই এ ধরনের ঘটনা শোনা যাচ্ছে। আমাদের নিরীহ মানুষ হত্যা, নির্যাতনের শিকার হয়। এ ধরনের ঘটনাহগুলো প্রতিনিয়তই ঘটছে। মিয়ানমারের সীমান্তে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমাদের দেশের মানুষের সাফারিং (ভোগান্তি) হচ্ছে। আমাদের ফরেন পলিসিতে (পররাষ্ট্র নীতিতে) সীমান্ত সংক্রান্ত যে পলিসি আছে, সেখানে নিরাপত্তা সংক্রান্ত নীতি আরও বেশি জোরদার করা উচিত।

অধ্যাপক রুহুল আমীন বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির দুর্বলতা অনেক আগ থেকেই। যেমন কয়েকদিন আগে আমাদের একজন বর্ডারগার্ড নিহত হলো। কিন্তু আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমি এটা জানি না। বর্ডারে কী হচ্ছে এই তথ্যও ঠিক মতো তাদের কাছে নেই। বর্ডার সংক্রান্ত তথ্য সেন্টার দরকার। চীনের সঙ্গে মিয়ানমারের বাণিজ্যিক সম্পর্ক। চীন, ভারত ও মালায়েশিয়ারও তাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক রয়েছে। এখন চীন যদি মনে করে বাংলাদেশে সমস্যা সমাধান করতে তাদের সম্পর্ক নিরপেক্ষভাবে দেখবে, তাহলে কিছু হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করা দরকার। দেশের স্বার্থে কিছু হচ্ছে না। সব রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছে।’

একটা দেশের সীমান্তে যদি যুদ্ধ হয়, অপর রাষ্ট্রে তার প্রভাব যাতে কোনোভাবেই না পড়ে এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক জাকির হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘মিয়ানমার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করেছে। দ্বিতীয় লঙ্ঘনটি হলো, তাদের বর্ডারগার্ড আমাদের দেশে প্রবেশ করেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক মানবিক আইন বলছে, যদি কোনো সদস্য বা কোনো ব্যক্তি তার জীবনের শঙ্কা করে যদি আসে, তাহলে তার জীবনের শঙ্কা যতক্ষণ বিরাজমান থাকে, ততক্ষণ তাকে ওই দেশে ফেরত পাঠানো যাবে না।’

অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আমাদের এপারে (বাংলাদেশের অভ্যন্তরে) শেল পড়েছে, আমার আতঙ্কে আছি। এই অবস্থায় প্রথম হলো আমরা কূটনৈতিকভাবে মিয়ানমারের কাছে প্রতিবাদ জানাব। দ্বিতীয় হলো, ভূরাজনীতি অত্যন্ত সক্রিয়। এখানে ভারত এবং চায়না খুব শক্তিশালী মিয়ানমারের বিষয়। তাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে হুঁশিয়ার করা আর আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেওয়া।’

এই অধ্যাপক বলেন, ‘কোনো দেশে যুদ্ধ হলে তার শব্দ সীমান্তঘেঁষা দেশে আসবেই কিছু করার নেই। কিন্তু যদি অন্য দেশের গুলি যখন আমার দেশে পড়বে, সেল এসে পড়বে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গুলি সেল আসতে পারবে না। এই ঘটনা জাতিসংঘকে জানানো, ভূরাজনীতিতে যারা শক্তিশালি তাদের সহযোগিতা নেওয়া প্রয়োজন।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

মে দিবস বোঝে না শ্রমিকরা, জানে ‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

গামছা বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক, মনে আছে সেই গোল্ডেন মনিরকে?

সোনার ধানের মায়ায় হাওরে নারী শ্রমে কৃষকের স্বস্তি

উপজেলা নির্বাচন নিয়ে কঠোর বার্তা দেবে আ. লীগ 

গরমে অতিষ্ঠ জনজীবন: চাহিদা বেড়েছে তরমুজের, ক্রেতা কম ডাবের

গাছ কাটার অপরাধে মামলা নেই 

কথায় কথায় মানুষ পেটানো এডিসি হারুন কোথায়? থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের তদন্ত কোথায় আটকে গেল?

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :