বইমেলায় জবির নতুন তিন বইয়ের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য সাদেকা হালিম

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৭ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫

অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকাশিত নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার বাংলা একাডেমির প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টলে (স্টল নং: ৮১১-৮১২) বইগুলোর মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

নতুন প্রকাশিত তিনটি বই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. নঈম আকতার সিদ্দিকের লেখা ‘বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের ভূমিকা’, ইতিহাস বিভাগের সম্পাদিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মো. ইব্রাহীম খলিলের লেখা ‘ভোলা জেলার মানতা সম্প্রদায়ের জীবন ও ধর্ম: সমীক্ষা’। তন্মধ্যে ‘বঙ্গবন্ধু ও শেখ মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন ইতিহাস বিভাগের তিন জন শিক্ষক।

এসময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও প্রকাশনা মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন বিকেলে অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টল নং ৮১১-৮১২ এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টলের সাজ-সজ্জা কমিটির আহবায়ক অধ্যাপক মোহা. আলপ্তগীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৮ সাল থেকে ধারাবাহিভাবে অমর একুশে বই মেলায় অংশগ্রহন করে আসছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে মোট ২৭টি বই প্রকাশিত হয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আইমান-মিরাজ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএসএআইডি-আইএফইএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাবিতে আইকিউএসি’র নতুন পরিচালক হলেন অধ্যাপক সোহেল রানা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান

সাঈদ-মুগ্ধর নামে স্থাপনা, শহীদদের স্মৃতিস্তম্ভ বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জয়ের বিরুদ্ধে তথ্যফাঁসের মামলায় কুবি উপাচার্যও আসামি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

‘টাইমস হায়ার এডুকেশন’ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

রাজধানীর গোড়ানে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :