প্রস্তুত পুলিশের নতুন ইউনিট সিআরটি, অপেক্ষা আনুষ্ঠানিকতার
যেকোনো দুর্যোগে, আকম্মিক দুর্ঘটনাসহ সহিংসতা, অরাজকতা, সংঘাত ও দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
সোমবার ঢাকা টাইমসকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, ইতোমধ্যে এই টিমের সদস্যদের বিশেষ প্রশিক্ষণসহ দেওয়া হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি।
তিনি বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯কে আরও গতিশীল করবে এই ক্রাইসিস রেসপন্স টিম। নানা রকম দুর্ঘটনায় জনগণ ও জনগণের জানমাল রক্ষায় সরাসরি মাঠে কাজ করবেন তারা।”
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, “প্রাথমিক পর্যায়ে আমরা ২০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি। এখন দেশে বড় কোনো অগ্নিদুর্ঘটনা বা ক্রাইসিস তৈরি হলে সঙ্গে সঙ্গে তাদেরকে মাঠে নামানোর জন্য সব প্রস্তুতি আমাদের আছে। যদিও এই টিমের আত্মপ্রকাশ করা হয়নি, তবে এ বছরেই আনুষ্ঠানিকভাবে ডিএমপি থেকে ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “এই টিমটির কাজ হবে যেকোনো সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া। যেমন বঙ্গবাজার বা নিউমার্কেটের মতো কোনো বড় দুর্ঘটনা যদি ঘটে তাহলে এই টিমটি দ্রুত সাড়া দেবে। এতে একদিকে যেমন কঠিন পরিস্থিতি মোকাবিলা সহজ ও দ্রুত হবে তেমনি পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। আর পুলিশের রেগুলেশনস অব বেঙ্গলি মবিলাইজেশনের কন্টিনজেন্ট অনুসারেই মোট ফোর্স বা বাহিনীর ১০-২০ শতাংশ জনবল জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখার জন্য এই টিমটি।”
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি)