জাবিতে স্বামীকে আটকে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের মাস্টারমাইন্ড মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৪
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে কৌশলে জঙ্গলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনার প্রধান মাস্টারমাইন্ড মামুনুর রশীদ মামুনকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোচিত এই ঘটনায় দায়ের করা মামলায় মামুন দুই নম্বর এবং মুরাদ তিন নম্বর এজাহারনামীয় আসামি। এই দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচিত এই গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত সবাই আটক হলেন।

একইদিন রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

গত শনিবার রাতে জাবিতে এই ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গণধর্ষণের ঘটনার একদিন পর (রবিবার) আশুলিয়া থানায় একটি মামলা হয়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মামুন ও মুরাদ। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক পৃথক অভিযান চালালেও তাকে আটক করতে পারছিল না।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনার মাস্টারমাইন্ড মামুনুর রশীদ মামুন আগে থেকে ভুক্তভোগী নারীর স্বামীর পূর্বপরিচিত। ঘটনার কিছুদিন আগে ভুক্তভোগীর স্বামীকে ফোন করে মামুন জানান, সাভারে তার থাকার জায়গা নেই। তাই কিছুদিন তার বাসায় থাকতে চান। সরল বিশ্বাসে তাকে থাকতেও দেন। ঘটনার দিন মামুন ভুক্তভোগীর স্বামীকে ফোনে বলেন, ‘আমার জাবি হলে মোস্তাফিজ নামে এক বড় ভাই থাকার ব্যবস্থা করেছে। আপনি দ্রুত জাবিতে আসেন।’ আসার পর তার মোবাইল দিয়ে কৌশলে স্ত্রীকে ক্যাম্পাসে ডেকে আনেন। পরে মীর মশাররফ হোসেন হলে আটকে রেখে ভুক্তভোগীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্ত চারজনকে ক্যাম্পাসের কয়েকজন পালিয়ে যেতে সহায়তা করেন। রাতেই ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযান শুরু করে এবং রবিবার মামলা হলে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে জাবি হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য আসামিরা হলেন- সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা