আরও এক বছর রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৬| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০
অ- অ+

চুক্তিভিত্তিক আরও এক বছরের জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন মো. জয়নাল আবেদীন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. জয়নাল আবেদীন (মহামান্য রাষ্ট্রপতির ১০% কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব)-কে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১১ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র স্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গতবছরের জানুয়ারি মাসে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

জানা গেছে, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা থাকাকালে ২০১৫ সালে বঙ্গভবনে দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রেখে দেওয়া হয়। এরপর থেকে তিনি চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন।

১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীন দীর্ঘদিন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন।

ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা