বয়সভিত্তিক সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০

অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে গ্রুপ পর্বে তিন ম্যাচেই অজেয় লাল সবুজের বাংলাদেশ। জয় পেয়েছে ভারতের বিপক্ষেও। ফাইনালে সেই ভারতই প্রতিপক্ষ স্বাগতিকদের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে দুদলের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

লিগ পর্বে ভারতের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ, যে কারণে জুজু কেটে গেছে কিশোরীদের। আফেইদারা জানে প্রতিপক্ষ অজেয় নয়। তাছাড়া এবারের আসরে এখন পর্যন্ত আনবিটেন বাংলাদেশ। প্রতিটা ম্যাচে জয় এলেও ভুলের পরিমাণও একেবারে কম নয়। ফাইনালে বেশি গুরুত্ব পাচ্ছে এ বিষয়টাই। তবে আত্মবিশ্বাসী দল। অধিনায়ক আফেইদা জানায়, এবার আর করতে চায় না ভুলের পুনরাবৃত্তি।

দেশের জন্য সাফল্য বয়ে আনতে আত্মবিশ্বাসি আফিদারা।শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে দুর্দান্ত ফর্মের সাথে মানষিকভাবেও উজ্জিবিত আফিদা, সাগরিকারা। কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ। জোর দিয়েছেন সেট পিস, ফিনিশিংয়ে।

স্নায়ুচাপের খেলা ফাইনাল। প্রতিপক্ষ ভারতের চারজন খেলেছে বয়সভিত্তিক বিশ্বকাপে। তবে এসব কোন প্রভাব ফেলবেনা আফিদাদের উপর৷ বিশ্বাস কোচের। নিজেদের মাঠে, স্বাগতিকদের দর্শকদের হাসিমুখ দেখতে চান আফিদারা। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাস দৃঢ় বাংলাদেশ দলের।

গ্রুপপর্বে পরাজয়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন ভারত কোচ। স্বাগতিকদের সমীহ করেই সাজাচ্ছেন পরিকল্পনা। বিশ্বকাপে খেলা পাঁচ ফুটবলার নিয়ে নিজেদের ঘসেমেজে আরও প্রস্তুত করেছে তারা। বাংলাদেশের কাছে গ্রুপপর্বে হারলেও তারা বিব্রত নয়- এমন ভাব দেখালেও ভেতরে ভেতরে প্রতিপক্ষ ফুঁসছে প্রতিশোধের নেশায়।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের এই ট্রফিটা ঘরে রাখার প্রত্যয় বেঙ্গল টাইগ্রেসদের। আন্যদিকে অধরা শিরোপা জয়ের স্বপ্ন গতবারের রানার্সআপ ভারতীয় মেয়েদের।

(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :